Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ২০২০ উদযাপন উপলক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির কর্মপরিকল্পনার ৩৬ নং গৃহীত কর্মসূচি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়। এর আওতায় দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (Post Graduation) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে বঙ্গবন্ধু স্কলার নির্বাচনের জন্য আবেদন আহবান করা হয়। এ কার্যক্রমের আওতায় ২০২১ সালে প্রথমবারের মতো ১৩ (তেরো)টি অধিক্ষেত্রে ১৩ (তেরো) জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ অ্যাওয়ার্ড এবং বৃত্তি প্রদান করা হয়। প্রথম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থেকে এ কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের সানুগ্রহ নির্দেশনা প্রদান করেন।

 

মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদান নির্দেশিকা ২০২০ সংশোধন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদান নির্দেশিকা, ২০২২ প্রণয়ন করা হয়। এ নির্দেশিকায় অধিক্ষেত্র এবং অ্যাওয়ার্ড প্রদান সংখ্যা বৃদ্ধি করে যথাক্রমে ১৬ (ষোল টি) অধিক্ষেত্রে সর্বমোট ২২ (বাইশ) জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদানের সংস্থান রাখা হয়। ধার্য্যকৃত ১৬ (ষোল)টি অধিক্ষেত্রের মধ্যে ০৬ (ছয়)টি অধিক্ষেত্রের গুরুত্ব, ব্যাপ্তি ও সম্ভাবনা বিবেচনা করে প্রতিটিতে ০২ (দুই)টি করে ১২ (বারো)টি এবং অবশিষ্ট ১০ (দশ)টি অধিক্ষেত্রের প্রতিটিতে ১ (এক) জন করে মোট ১০ (দশ) জনসহ ২২ (বাইশ) জনকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদানের সংস্থান রাখা হয়।

 

“বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার” নির্বাচন ও বৃত্তি প্রদান নির্দেশিকা

“বঙ্গবন্ধু স্কলার” নির্বাচন ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২০
“বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার” নির্বাচন ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২
“বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার” নির্বাচন ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২৪

 

 

“বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার” নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদানের বিস্তারিত বিবরণ:
 

ক্রম:

অর্থবছর

অ্যাওয়ার্ড বছর

অধিক্ষেত্র

শিক্ষার্থীর সংখ্যা

টাকার হার

সর্বমোট টাকা

১.

২০২১-২২

২০২১

১৩ (তেরো) টি

১৩ (তেরো) জন

৩,০০,০০০

৩৯,০০,০০০

২.

২০২২-২৩

২০২২

১৬ (ষোল)টি

২২ (বাইশ) জন

৩,০০,০০০

৬৬,০০,০০০

৩. ২০২৩-২৪ ২০২৩ ১৬ (ষোল)টি ২১ (বাইশ) জন ৩,০০,০০০ ৬৩,০০,০০০

সর্বমোট

--

 --

৫৬ (ছাপ্নান্ন) জন

--

১,৬৮,০০,০০০ টাকা