Welcome to National Portal
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সর্বশেষ খবর

শিক্ষা সহায়তা প্রকল্প এর মাধ্যমে দূরন্ত বাই সাইকেল বিতরণ করছে মর্মে গত ০৩ জানুয়ারি ২০২৫ তারিখে জারিকৃত পত্রটি ট্রাস্টের নয় বিধায় এ বিষয়ে কোন কার্যক্রম গ্রহণ না করার অনুরোধ করা হলো।       চিকিৎসা অনুদানের জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৫ প্রান্তের আবেদন অনলাইনে চলমান। আবেদন করতে এখানে ক্লিক করুন।     চিকিৎসা অনুদান ও  ব্যবস্থাপনা পরিচালকের জরুরি তহবিল হতে জরুরি আর্থিক সহায়তার আবেদন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ০২-৫৫০০০৪২৮ নম্বরে এবং ad.stipend@pmeat.gov.bd -মেইলে যোগাযোগ করুন।       ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপবৃত্তি সংক্রান্ত যে কোন সমস্যার জন্য hsp@pmeat.gov.bd এবং mis.hsp@pmeat.gov.bd - এই দুটি  -মেইল এবং ০১৯১১৭২২৫৩৩ নম্বরে যোগাযোগ করুন।